ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

 নবীনদেরও এগিয়ে যাওয়ার চেষ্টা

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির একাধিক প্রার্থী মাঠে, প্রার্থী চূড়ান্ত জামায়াতে ইসলামীর

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির একাধিক প্রার্থী মাঠে, প্রার্থী চূড়ান্ত জামায়াতে ইসলামীর। ছবি : দৈনিক করতোয়া

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন এবং রাণীশংকৈল পৌরসভা ও ওই উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। স্বাধীনতার পর থেকে বেশির ভাগ সময় আসনটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও মহাজোটের দখলে ছিল। বিএনপি জয় পায় দুইবার।

আগামী সংসদ নির্বাচনকে ঘিরে এখন সরগম আসনটি। এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। তবে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। অন্যান্য দলের প্রার্থীর সাথে এবার নতুন করে যোগ হয়েছে এনসিপি এবং গণঅধিকার পরিষদের প্রার্থীরা। বিএনপির ৭ জনসহ অন্যান্য দলের প্রার্থীরা এখন কম বেশি মাঠে সরব। প্রবীণদের সাথে নবীনরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এ আসনে জামায়াতে ইসলামী থেকে রাণীশংকৈল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। বিএনপি থেকে দলীয় প্রার্থীর আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়নি।

শোনা যাচ্ছে মনোনয়ন চাইবেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামাল আহম্মেদ আনোয়ার, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. জয়নাল আবেদিন, ব্যারিস্টার রোকনুজ্জামান ও রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ওয়াদুদ বিন নূর আলিফ।

এনসিপি থেকে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাণীশংকৈণ উপজেলার বাসিন্দা গোলাম মুর্তজা সেলিম, গণঅধিকার পরিষদ থেকে মামুনুর রশিদ নির্বাচন করতে সভা সমাবেশ করে যাচ্ছেন। এছাড়াও অন্যান্য ইসলামী দলেরও কয়েকজনকে মাঝে মধ্যে সভা করতে দেখা যায়। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এবার নির্বাচনে অংশ নেবেন কি না কিংবা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা জাহিদুর রহমান মাঠ পর্যায়ে কাজ করছেন। জুলাই গণঅভ্যুত্থানের আগে ও পরে দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ছাত্রদল, যুবদল এবং বিএনপির হয়ে এ আসনে দলের হাল ধরে আছেন। আশা করছেন আগামীতে দল তাকেই মনোনয়ন দেবে।

আরও পড়ুন

জিয়াউল ইসলাম জিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান। মাঠ পর্যায়ে তিনিও কাজ করছেন। এড. জয়নাল আবেদিন জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দলীয় নেতা-কর্মীদের মামলা মোকর্দ্দমায় সহায়তা করেছেন। তিনিও এবার মনোনয়ন পাবার আশায় সুযোগ পেলেই জনগণের কাছে যাচ্ছেন। কামাল আহামেদ আনোয়ার যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। তিনিও সময় পেলেই ছুটছেন সাধারণ মানুষের কাছে।

চাইছেন ধানের শীষে ভোট। অংশ নিচ্ছেন সভা সমাবেশে। আল ওয়াদুদ বিন নুর আলিফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট আত্মীয়। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন তিনি। ব্যারিস্টার রোকনুজ্জামান আইন পেশার পাশাপাশি রাজনীতি করছেন। দলীয় মনোনয়ন পেতে তিনি এখন বেশ সক্রিয়। ওবায়দুল্লাহ মাসুদ ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সুদর্শন ও সুবক্তা তিনি। দলের পক্ষে জনমত গঠনে তিনিও কাজ করছেন।

রানীশংকৈল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীণ নেতা মিজানুর রহমানকে এবার জামায়াতে ইসলামী থেকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। নিজ উপজেলা রাণীশংকৈলে তার জনপ্রিয়তা রয়েছে। জয়লাভের বিষয়ে তিনি বেশ আশাবাদী। এছাড়াও তরুণ প্রজন্মে হয়েই নির্বাচনে অংশ নিতে চান এনসিপির গোলাম মূর্তজা সেলিম। সাধারণ মানুষের কন্ঠস্বর হিসেবে নির্বাচনে প্রার্থী হতে চান গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ। তারাও মাঠে সভা সমাবেশ করছেন।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৬০। এর মধ্যে নারী ১ লাখ ৬৯ হাজার ৩৯০ এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯৭০। সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় ৫৪ হাজার। এ আসনে জিততে হলে নারী ও সংখ্যালঘু ভোটারদের টানতে হবে প্রার্থীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত