নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. নিজাম উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে শহরের নিচে বাজার এলাকায় তার দোকানের সামনেই দুর্ঘটনাটি ঘটে। নিহত নিজাম উদ্দিন নাটোর সদরের বেজপাড়া আমহাটি এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, সকালে মাছ বিক্রির একপর্যায়ে আলোর স্বল্পতার কারণে বৈদ্যুতিক লাইন টেনে বাল্ব লাগাতে যান নিজামুদ্দিন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুনমন্তব্য করুন