বগুড়ায় হেলমেট পড়া ছিনতাইকারীদের কবলে অটোভ্যান চালক

স্টাফ রিপোর্টার: পুরান বগুড়ায় মোটর সাইকেলে আসা হেলপেট পড়া ছিনতাইকারীরা মানিক (৩০) নামে এক অটোভ্যান চালককে কুপিয়েছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্য সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মানিক জানান, তিনি প্রাণ কোম্পানীর পানি সরবরাহের কাজ করে থাকেন। তিনি শহরের সাতমাথা থেকে পুরান বগুড়ায় যাচ্ছিলেন। এ সময় পুরান বগুড়া মোড়ের অদূরে স্টেশন রোডে ২ জন মোটরসাইকেল আরোহী হেলমেট পড়া ছিনতাইকারীর কবলে পড়েন। ওই ছিনতাইকারীরা তার আটোভ্যানের গতিরোধ করে এবং টাকা রাখার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এতে তিনি বাধা দিলে ওই ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তিনি দু’হাত দিয়ে কোপ ঠেকানো চেষ্টা করেন। এতে তার দু’হাতে জখম হয়। এ অবস্থায় অটোভ্যান রেখে দৌড় দিয়ে পালিয়ে বাাঁচেন তিনি। পরে লোকজন তাকে উদ্ধার করে করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।
আরও পড়ুনআহত মানিক সদরের চকলোকমান নামাপাড়ার আব্দুল আলিমের ছেলে। সদর থানার ওসি হাসান বাসির বলেন, আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০ টা পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন