ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে গরু বোঝাই ভটভটি উল্টে চালক নিহত, আহত চার

বগুড়ার নন্দীগ্রামে গরু বোঝাই ভটভটি উল্টে চালক নিহত, আহত চার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে গরু বোঝাই ভটভটি উল্টে শাহিনুর রহমান শাহীন (২৮) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কের থালতা মাঝগ্রাম ইউনিয়নের আগাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর রহমান শাহীন থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান মির্জাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। আহতরা হলেন পাঠান মির্জাপুর গ্রামের পিন্টু মিয়া (৩৫), নিশিন্দারা গ্রামের আব্দুল জলিল (৫৫), ধাওয়াস এলাকার আব্দুল কুদ্দুস (৩৮) ও একই এলাকার মোকাব্বর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার চৌমুহনী বাজার থেকে শাহীন তার ভটভটিতে গরু বোঝাই করে দুপচাঁচিয়া উপজেলার ধাপরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে গাড়িটি ঘটনাস্থলে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।

আরও পড়ুন

এতে ঘটনাস্থলেই চালক শাহীন নিহত হয় এবং গাড়িতে থাকা চারজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ভটভটি উল্টে চালক শহিনুর রহমান শাহীন ঘটনাস্থলেই নিহত হয়েছে।

এঘটনায় চারজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত