ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস আকাশকে(২৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঘোড়াঘাট থানা পুলিশ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে গাজীপুর বাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাগর দাস ঘোড়াঘাট পৌরশহরের ঘাটপাড়া এলাকার বাসিন্দা। সাজা থেকে বাঁচতে সে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।

পুলিশ সূত্রে জানা যায়, সাগর দাস ২০২১ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে হিরোইন বিক্রির সময় হাতেনাতে আটক হয়। এসময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এই মামলায় তিন বছর আটক থাকার পর জামিনে মুক্তি পায় সে। তারপর থেকে পলাতক ছিল সাগর।

দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত গত মার্চে সাগর দাসের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

আরও পড়ুন

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল ও র‌্যাব-১ এর সহযোগিতায় গতকাল বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাসকে গ্রেফতার করে। পরে সেখান থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে ঘোড়াথাট থানায় নিয়ে আসা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত