ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

পাকিস্তানকে গুঁড়িয়ে নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের

পাকিস্তানকে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। ছবি সংগৃহীত

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে থামিয়ে অর্ধেক কাজ সেরে রাখেন বোলাররা। ২৮ বছর বয়সে ওয়ানডে অভিষেকে স্ট্রোকসমৃদ্ধ ব্যাটিংয়ে ফিফটি করে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিলেন রুবাইয়া হায়দার ঝিলিক। দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ।

২০২৫ উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে এই দুই দলের প্রথম ম্যাচে বাংলাদেশের জয় ৭ উইকেটে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৩০ রানের লক্ষ্য ১১৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে নিগার সুলতানার দল।২০২২ সালে প্রথমবার উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশ একমাত্র জয়টি পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। সেই পাকিস্তানকে পরের বিশ্বকাপে আবার হারালেন নিগার, নাহিদারা।

ম্যাচের প্রথম ওভারে চমৎকার দুটি ডেলিভারিতে পরপর দুই উইকেট নিয়ে সুর বেঁধে দেন মারুফা আক্তার। পরে দারুণ বোলিং করেন অন্যরাও। ফিল্ডিংও হয় বেশ ভালো। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান কোনোমতে করতে পারে ১২৯। বাংলাদেশের হয়ে ছয় জন হাত ঘুরিয়ে অন্তত একটি উইকেট পান সবাই। ৩.৩ ওভারে ৩ মেডেনে স্রেফ ৫ রানে পাকিস্তানের শেষ ৩ উইকেট নিয়ে সফলতম বোলার লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। নিয়ন্ত্রিত বোলিংয়ে পেসার মারুফা ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বিশ্বকাপে আসা পাকিস্তানের হয়ে ত্রিশ ছুঁতে পারেননি কেউই। ম্যাচের একমাত্র ফিফটি আসে রুবাইয়ের ব্যাট থেকে। এরই মধ্যে ছয়টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি ওপেনার ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন।

গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলার পর মাঝে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আরেকটি শ্রীলঙ্কাকে ১ রানে হারান নিগাররা। প্রায় সাড়ে পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে তারা কেমন করতে পারেন, সেটি নিয়ে ছিল বড় কৌতূহল। তবে বিশ্বকাপ অভিযানের শুরুতে সব দিক থেকেই উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশ।

আরও পড়ুন

কলম্বোর উইকেটে ঘাসের ছোঁয়া ছিল কিছুটা। টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম ওভারের পঞ্চম বলে ভেতরে ঢোকানো দারুণ ডেলিভারিতে ওমাইমা সোহেলকে বোল্ড করে দেন মারুফা। পরের বলে আরেকটি চমৎকার ডেলিভারিতে ব্যাটে লেগে বোল্ড হন দারুণ ছন্দে থাকা ব্যাটার সিদরা আমিন।

এই ম্যাচে নামার আগে ২০২৫ সালে ওয়ানডেতে সিদরার ব্যাটিং গড় ছিল ৮৬.৩৩, সবশেষ ছয় ওয়ানডেতে দুটি সেঞ্চুরির পাশে ফিফটি তিনটি। সেই তিনি এই সংস্করণে শূন্য রানে ফিরলেন সাড়ে ছয় বছর পর, প্রথম বলে আউট হলেন প্রথমবার।

মারুফার হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন মুনিবা আলি। শুরুর জোড়া ধাক্কা তিনি সামাল দেওয়ার চেষ্টা করেন রামিন শামিমের সঙ্গে জুটিতে। ৪২ রানের জুটি গড়েন তারা। এটিই হয়ে থাকে শেষ পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ জুটি। মুনিবাকে ফিরিয়ে জুটি ভাঙেন নাহিদা। দারুণ নিচু ক্যাচ নেন ফিল্ডার নিশিতা আক্তার। নাহিদার পরের ওভারে বোলারকে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন রামিন। তার ২৩ রানই ইনিংসের সর্বোচ্চ।

এরপর নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। স্বর্ণা বোলিং পান ৩৩তম ওভারে। পরপর দুই ওভারে কোনো রান না দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি। রান দেননি নিজের তৃতীয় ওভারেও। তার চতুর্থ ওভারের প্রথম বলে চার মারার পর সিঙ্গল নেন ডায়ানা বেগ। পরের বলেই সাদিয়া ইকবালের আউটে ইনিংসের সমাপ্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত