ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম 

বগুড়ায় নিহত যুবদল নেতা রাহুলের পাশে তারেক রহমান

বগুড়ায় নিহত যুবদল নেতা রাহুলের পাশে তারেক রহমান। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের বাড়িতে গিয়ে তার বিধবা মা দিপালী বেগমকে তারেক রহমানের পক্ষ থেকে শান্তনা জানান আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তাও করেন।

আতিকুর রহমান রুমন জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকান্ড বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন। তার নির্দেশেই আমরা বিএনপি পরিবার শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে।

ওই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামিল হোসেন নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে। তবে অন্য আসামিরা এখনও পলাতক। সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন

তিনি বলেন, বিএনপি একটি শান্তি প্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সব সময় সরকারকে সহযোগিতা করতে চায়। রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। তাহলে বিএনপি নেতা-কর্মীরা এই সরকারের ওপর সন্তুষ্ট থাকবে। যদি তা না হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে চব্বিশের মতই আরেকটি আন্দোলন হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য শাকিল আহমেদ ও রুবেল আমিন। এছাড়া আরও উপস্থিত বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, শ্রমিক দল নেতা শামসুজ্জামান শামসু, বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

আসন্ন নির্বাচনে ঐতিহাসিক জয় প্রত্যাশায় বিএনপি

মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত