রংপুরের গঙ্গাচড়ায় মাছের বাজারে ধর্মঘট, ক্রেতারা বিপাকে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ার প্রধান মাছের বাজারে চলছে ব্যবসায়ীদের ধর্মঘট। অভিযোগ, নির্ধারিত বাজার ছেড়ে কিছু ব্যক্তি বাইরে অবৈধভাবে মাছ বিক্রি করছেন। এতে নিয়মিত ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, দোকানপাট ফাঁকা, ব্যবসায়ীরা গুটিয়ে বসে আছেন ধর্মঘটে। ব্যবসায়ী আমিনুর ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিয়ম মেনে দোকান বসাই, খাজনা দিই। অথচ বাইরে অবৈধভাবে মাছ বিক্রি করে লাভ করছে অনেকে। এতে আমাদেরই ক্ষতি হচ্ছে। আরেক ব্যবসায়ী রুবেল মিয়ার দাবি, এভাবে চলতে থাকলে আমরা টিকতে পারব না। তাই বাধ্য হয়েই ধর্মঘটের ডাক দিয়েছি।
তবে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকে প্রতিদিনের রান্নার জন্য মাছ কিনতে এসে খালি হাতে ফিরছেন, কেউ আবার অতিরিক্ত দামে বিকল্প কিনতে বাধ্য হচ্ছেন। উপজেলার ধামুর এলাকার বাসিন্দা মনরঞ্জন রায় বলেন, আমাদের পূজা চলছে। আত্মীয় আসছে, মাছ কিনতে এলাম দেখি সব দোকান বন্ধ। মাংস কিনার মতো টাকাও নাই।
আরও পড়ুনবাজার কমিটির সভাপতি নওফেল আলী জানান, সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত সমাধান করা হবে।
মন্তব্য করুন