দিনাজপুরের চিরিরবন্দরে বেলতলী বাজারে বাড়িতে চুরি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বেলতলী বাজারস্থ একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ব্যবসায়ী দীপক দাসের বাড়িতে এ চুরি সংঘটিত হয়।
বাড়ির মালিক ব্যবসায়ী দীপক দাস জানান, পার্শ্ববর্তী লালদিঘী পূজা মন্ডপে অবস্থানের কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা প্রাচীর টপকিয়ে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ৪ ভরি স্বর্ণালঙ্কার, দেড় লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুনসংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও বাজারস্থ বাড়ির মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন