ভিডিও বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

হাল্যান্ডের জোড়া গোলের পরও হোঁচট ম্যানসিটির

হাল্যান্ডের জোড়া গোলের পরও হোঁচট ম্যানসিটির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক; প্রতি ম্যাচেই গোল করাটা আরালিং হাল্যান্ডের নেশার মতো হয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও সেটা বজায় রাখলেন নরওয়েজীয় তারকা। তবে তার জোড়া গোলের পরও পয়েন্ট খুইয়েছে ম্যানসিটি। মোনাকোর মাঠে ২-২ গোলের ড্রয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার দলকে।

ম্যাচে দারুণ ফিনিশিংয়ে হাল্যান্ড জোড়া গোল করার পর জর্ডান টেজে স্বাগতিকদের সমতায় ফেরান। শেষ দিকে তাদের ১ পয়েন্ট নিশ্চিত করেন এরিক ডায়ার।

হাল্যান্ড দলকে এগিয়ে নেন ১৫তম মিনিটে। ইয়োশকো ভার্দিওলের উঁচু করে বাড়ানো বলে গোল করেন তিনি। ১৮তম মিনিটে সমতা ফেরান মোনাকোর টেজে। ৪৪তম মিনিটে দলকে ফের এগিয়ে নেন হাল্যান্ড। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে এক পয়েন্ট আদায় করেন ডায়ার।

আরও পড়ুন

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সিটি। ১ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে মোনাকো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই ফিরছেন তারেক, তিনি নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির

ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলো কলম্বিয়া

দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আ. লীগ ও ভারত: ফারুক

ফেনীতে বাস উল্টে তিন জন নিহত, আহত ৮

আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় হত্যাসহ তিন মামলা