জানালা দিয়ে গুলি করে ঘুমন্ত যুবককে হত্যা

মফস্বল ডেস্ক : খুলনায় তানভীর হাসান শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দৌলতপুর পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ এলাকায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে গুলি করে দুর্বৃত্তরা। আজ বুধবার (১ অক্টোবর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে।
জানা গেছে, তানভীর হাসান শুভ দীর্ঘদিন ধরে একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানির জিএম হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শুভ নিজ বাড়িতে তার রুমে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার পরিবারের লোকজন শব্দ শুনে তার রুমে যায়। তারা প্রাথমিকভাবে ধারণা করেন কানের হেডফোনের কারণেই তার জখম হয়েছে। কিন্তু তাৎক্ষণিক গুলির তিনটা খোসা পায় তার পরিবারের লোকজন। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর ৪টার দিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলি লেগেছে বলে জানান এবং ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে সকালে খুলনা সিটি মেডিকেল কলেজে নেওয়ার প্রস্তুতিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত শুভর বাম পাঁজর, হাতে এবং মাথায় তিনটি গুলির চিহ্ন পাওয়া যায়।
আরও পড়ুনদৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, রাতে ঘরের জানালা দিয়ে শুভকে গুলি করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
মন্তব্য করুন