ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

রাজধানী ঢাকায় ৬ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

রাজধানী ঢাকায় ৬ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকায় টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামেনি আজ বুধবার সকাল পর্যন্তও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার, যা এ বছরের সর্বোচ্চ।

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিবন্ধকতা। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও পথচারীরা।এদিকে রাজধানীর পাশাপাশি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায়ও ভারী বৃষ্টি হচ্ছে। সারাদিনই বৃষ্টি থাকতে পারে বলে গণমাধ্যমে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর।

তিনি বলেন, “ঢাকায় ছয় ঘণ্টায় যে বৃষ্টিপাত হয়েছে, তা দেশের সর্বোচ্চ। সম্ভবত এটি এ বছর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত।”এই আবহাওয়াবিদ আরও জানান, পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও এই বৃষ্টিপাত তার কারণে নয়। মূলত গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় এ বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি শুরু হয়েছে।

তরিফুল নেওয়াজ কবীর জানান, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের প্রবণতা আগামী ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কমবেশি থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে : ডা. জাহিদ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০

জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের

বেনীপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ