ভিডিও সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারী গুলিতে নিহত ৪, আহত ৮

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারী গুলিতে নিহত ৪, আহত ৮, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’ গির্জায় এক বন্দুকধারী গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও আটজন। আজ রোববার ওই গির্জায় প্রার্থনা চলাকালে গুলির এ ঘটনা ঘটে। পরে হামলাকারী গির্জাটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ অভিযুক্তকে গুলি করে হত্যা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মিশিগানের পুলিশ প্রধান উইলিয়াম রেনি সাংবাদিকদের জানান, গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে (ডেট্রয়েট শহর থেকে প্রায় ৫০ মাইল উত্তরে) শত শত মানুষ গির্জায় উপস্থিত ছিলেন। এ সময় এক ব্যক্তি একটি চার-দরজা বিশিষ্ট পিকআপ ভ্যান গির্জার মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি চালানো শুরু করে। এক পর্যায়ে বন্দুকধারী গির্জায় আগুন লাগিয়ে দেয়।তিনি আরও জানান, ৯১১–এ ফোন আসার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় আট মিনিটের মধ্যে হামলাকারীকে হত্যা করে। রেনি জানান, গির্জা থেকে বেরিয়ে যাওয়ার পর দুই কর্মকর্তা তাকে তাড়া করেন এবং গুলি বিনিময় হয়।

ঘণ্টার পর ঘণ্টা ধরে গির্জা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়, পরে দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।

পুলিশ প্রধান জানান, হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি পাশের বার্টন এলাকার বাসিন্দা। রেনি জানান, তদন্ত এখনো চলছে এবং এখনো কোনো উদ্দেশ্য স্পষ্ট নয়। হামলাকারীর বাড়ির রাস্তা পুলিশ ঘিরে রেখেছে।

আরও পড়ুন

রেনি আরও বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন, আর বাকি সাতজন স্থিতিশীল।

তিনি জানান, ধ্বংসস্তূপ তল্লাশি করতে গিয়ে ভেতরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরও মরদেহ পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এর আগে রেনি বলেছিলেন, অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে আরও ভিকটিম পাওয়া যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহরাঞ্চলের যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং জলবায়ু সংবেদনশীল চ্যালেঞ্জ নিয়ে কর্মশালা

জাপা’র রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা

রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার মেট্রিকটন গম

বিশ্ব হার্ট দিবস আজ