বিজিএমইএ নেতৃবৃন্দের অংশগ্রহণে চীনে সুইং মেশিনারি অ্যাসোসিয়েশন মেলা

চীনে অনুষ্ঠিত হয়েছে ‘চীন আন্তর্জাতিক সুইং মেশিনারি অ্যাসোসিয়েশন মেলা-২০২৫’। যেখানে অংশ নিয়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল। ২৪ সেপ্টেম্বর থেকে সাংহাই নিউ ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টারে শুরু হওয়া এই মেলা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
চীনের আমন্ত্রণে এই মেলায় অংশ নেওয়া প্রতিনিধি দলে ছিলেন বিজিএমইএ'র পরিচালক সাকিফ আহমেদ সালাম, এনামুল আজিজ চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ ও রুমানা রশীদ।
আন্তর্জাতিক সেলাই সরঞ্জাম এবং আনুষাঙ্গিক মেলায় বিজিএমইএ প্রতিনিধি দল টেক্সটাইল শিল্পের নতুন অটোমেশন, সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন ঘুরে দেখেন এবং অভিজ্ঞতা অর্জন করেন। এ সময় বিজিএমইএ নেতৃবৃন্দ হালকা ওজনের মেশিনারি শিল্পের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কৌশল বিনিময় করেন। এই মেলায় অংশগ্রহণে গ্লোবাল ফ্যাশন ও টেক্সটাইল মার্কেটের জন্য তৈরি সর্বাধুনিক মেশিনগুলো সরাসরি দেখার ও ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছে বলেও জানান বিজিএমইএ প্রতিনিধি দল। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন