ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

কুমার শানুর বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীর বিস্তর অভিযোগ

কুমার শানু

বিনোদন ডেস্কঃ  বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু বরাবরই গানের জন্য আলোচনায় ছিলেন। তবে ব্যক্তিজীবন নিয়েও তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য খোলাখুলি জানিয়েছেন, কীভাবে শানুর সাফল্যের আড়ালে তিনি সহ্য করেছেন অপমান ও দুঃখ।

ফিল্ম উইন্ডোকে দেওয়া সাক্ষাৎকারে রিতা জানান, শানুর গায়কি জীবনের সাফল্যে তিনি বড় ভূমিকা রেখেছিলেন। গায়ক হিসেবে শানু দুর্দান্ত, কিন্তু মানুষ হিসেবে তার কথা যত কম বলা যায়, ততই ভালো। তার ভাষায়, ‘আমাদের কাছে তখন কোনো টাকা ছিল না, যাতায়াতের ব্যবস্থাও ছিল না। শানু লুঙ্গি পরে ঘুরতেন। তিনি আজও মিথ্যা বলেন যে তার পরিবার তাকে মুম্বাই পাঠিয়েছিল। আসলে আমরা মাটিতে পাখা ছাড়া ঘুমাতাম। আমি তাঁকে লড়াই করতে রাস্তায় ঠেলে দিতাম।’

রিতা দাবি করেন, ১৯৯০ সালে ‘আশিকি’ ছবির ব্যাপক সাফল্যের পর শানুর আচরণ বদলে যায়। তিনি ‘অসভ্য’ হয়ে ওঠেন, পরিবারে দূরত্ব তৈরি করেন। এমনকি বড় ছেলে জিকোর বিয়েতেও কোনো যোগাযোগ রাখেননি। সবচেয়ে কঠিন সময়ের কথা উল্লেখ করে রিতা বলেন, ‘আমার বাবা যখন মারা যান, তখন জান আমার গর্ভে। নির্যাতনের সীমা ছাড়ানো হয়েছিল। সেই সময়েই শানু আদালতে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। গর্ভাবস্থায় স্ত্রীকে আদালতে টেনে নেওয়া!

আরও পড়ুন

এদিকে তার অন্য সম্পর্ক নিয়েও প্রমাণ বের হয়।’ ১৯৮৬ সালে কুমার শানু ও রিতা ভট্টাচার্য্যের বিয়ে হয়। তাদের তিন সন্তান-জিকো, জ্যাসি ও জান কুমার শানু। ১৯৯৪ সালে অভিনেত্রী কুনিক্কা সাদানন্দের সঙ্গে শানুর সম্পর্কের গুঞ্জনের পর বিবাহবিচ্ছেদ ঘটে। সন্তানদের হেফাজত পান রিতা। তার এসব অভিযোগ নিয়ে কুমার শানুর বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

বছরের সেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেলো ওয়ালটন 

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ-ভাঙচুর, ডিসির কার্যালয় ঘেরাও

রিশাদের জোড়া উইকেট, ৪ উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান