ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে হাতির পিঠে বসিয়ে কলেজ অধ্যক্ষের রাজকীয় বিদায়

বগুড়ার সারিয়াকান্দিতে হাতির পিঠে বসিয়ে কলেজ অধ্যক্ষের রাজকীয় বিদায়। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনকে হাতির পিঠে বসিয়ে রাজকীয় অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ছাইহাটা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। হাতির পিঠে শিক্ষকের বিদায় দেখতে উৎসুক এলাকাবাসীসহ অনুষ্ঠানে স্কুল, কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

১৯৯৫ সালের ১ জুন তিনি এই প্রতিষ্ঠানে যোগদান করেন এবং আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি এড. নূরে আজম বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাইহাটা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আলহাজ মো: আবুল কালাম আজাদ, কলেজের প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু।

আরও পড়ুন

বিদায়ী অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নাইমুল হক লিটন, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, চন্দনবাইশা ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, গভর্নিং বডির সদস্য আজিজুল হক, প্রধান শিক্ষক শাহীন আলম, প্রধান শিক্ষক আব্দুর নূর, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক আব্দুল বাছেদ, সহকারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ, গভর্নিং বডির সদস্য উম্মে কুলসুম শাপলা, অফিস সহকারী আব্দুর রহমান, সাবেক শিক্ষার্থী কামরুল ইসলাম, রওশন হাবীব বিদ্যুৎ, শিক্ষার্থী মুসলিমা খাতুন, জেমি আক্তার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ