ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ভেঙে পড়া সেতু মেরামতের নাম নেই

কুড়িগ্রামের রাজারহাটে ৮ বছর যাবত চরম দুর্ভোগে চার গ্রামের মানুষ

কুড়িগ্রামের রাজারহাটে ৮ বছর যাবত চরম দুর্ভোগে চার গ্রামের মানুষ। ছবি : দৈনিক করতোয়া

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কামারের ছড়া সেতু ভেঙে ৮ বছর ধরে চরম দুর্ভোগে ভুগছেন চার গ্রামের সাড়ে ৬ হাজার মানুষ। ২০১৭ সালের বন্যায় সেতুটি ভেঙে যাওয়ার পর আট বছর পার হলেও আর কোনো নতুন সেতু নির্মাণ হয়নি। সেতুর অভাবে বাঁশের ভাঙা সাকো, ড্রামের ভেলায় করে ঝুঁকি নিয়ে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী পারাপাড় করছেন।

এলাকাবাসীরা বলেন, ২০১৭ সালের বন্যায় মেকলী ও ছাটকালুয়া গ্রামের মাঝে কামারের ছড়ার ওপর অবস্থিত সেতুটি স্রোতের কারণে ধসে পড়ে। এটি ওই এলাকার কামারের ঘাট, মেকলী, ছাটকালুয়া, চতুর্ভুজ ও গড়েরবাজার গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথ। সেতু ভেঙে যাওয়ার পর এলাকাবাসী বাঁশের সাঁকো তৈরি করে চলাচল শুরু করলেও সংস্কারের অভাবে সেটিও এখন নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে ছিনাই ইউনিয়নের কামারের ছড়া এলাকায় গিয়ে দেখা যায়, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা ড্রামের ভেলায় করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। পার্শ্ববর্তী মেকলী গ্রামের লোকজন এবং কুড়িগ্রাম শহরগামী যাত্রীগণ মোটসাইকেল ও বাইসাইকেল নিয়ে ওই সড়কপথে এসে বাঁশের সাকো ও ড্রাম ভেলায় পারাপার হতে না পেরে কয়েক মাইল দূরের পথ ঘুরে যাতায়াত করছেন।

আরও পড়ুন

ছিনতাই ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ২০১৭ সালের বন্যায় ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে মানুষ বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন। বিভিন্ন সময়ে আমরাও নিজেদের থেকে কিছু সহযোগিতা করেছি। সেখানে একটি স্থায়ী ব্রিজ হলে চার গ্রামের প্রায় দেড় হাজার পরিবারের উপকার হবে। রাজারহাট উপজেলা প্রকৌশলী আবদুর রশিদ মণ্ডল বলেন, বিলো ১শ’ মিটার প্রকল্পের আওতায় সেখানে একটি নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ