ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জামিনে বেরিয়ে এসেই চোরাই মোটরসাইকেলসহ ধরা খেলেন গোবিন্দগঞ্জের সেই আজাদুল

জামিনে বেরিয়ে এসেই চোরাই মোটরসাইকেলসহ ধরা খেলেন গোবিন্দগঞ্জের সেই আজাদুল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরিকালে হাতে-নাতে আটক হয়েছিলেন ক’দিন আগেই। তারপর আদালত থেকে জামিনে বেরিয়ে আসার পর গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দু’টি চোরাই মোটরসাইকেলসহ আবার আটক হয়েছেন তিনি। এই মোটরসাইকেল চোরের নাম আজাদুল।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদমেরী এলাকার মিলন মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়ি থেকে ৩-৪ মাস পূর্বে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য আজাদুলের কাছ থেকে কেনা একটি বাজাজ ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর আজাদুলকে একই এলাকায় তার শ্বশুরের বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে একই এলাকার মমিন মিয়ার বাড়ি থেকে টিভিএস ১১০ সিসির আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার শাখাহার ইউনিয়নের রাজশ গ্রামের হিন্দুপাড়ায় মোটরসাইকেল চুরির সময় এলাকাবাসীর হাতে আটক আজাদুলকে থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে সেদিনই সে জামিনে বেরিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম দু’টি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সক্রিয় সদস্য আজাদুলকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ