বগুড়ার নন্দীগ্রাম ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদককারবারি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া খ সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডলের নেতৃত্বে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর এলাকার বিষ্ণপুর গ্রামে মৃত আব্দুর রশিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় রাশিদা আকতার (৩৩) এর ব্যাগ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত রাশিদা আকতার ওই গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে ও জনি আহম্মদের স্ত্রী। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক শামিম আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন