বগুড়ায় নন্দীগ্রামে দৈনিক করতোয়ার এজেন্টকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দৈনিক করতোয়া পত্রিকার এজেন্ট শফিকুল ইসলাম শফিকের জমাকৃত টাকা ফেরত না দিয়ে টালবাহানা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একতা সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিমের বিরুদ্ধে। এ ঘটনায় শফিকুল ইসলাম নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নন্দীগ্রাম শহরে পত্রিকার এজেন্ট হিসেবে কাজ করছেন। ভবিষ্যতের জন্য তিনি প্রতিমাসে স্থানীয় একতা সমবায় সমিতিতে টাকা জমা রাখতেন। বর্তমানে ওই সমিতিতে তার জমা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। অভিযোগে উল্লেখ করা হয়, সমিতির সভাপতি নন্দীগ্রাম পৌরসভার মাঝগ্রাম এলাকার ভোলা মিয়ার ছেলে আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ওই টাকা ফেরত দিতে টালবাহানা করে আসছেন।
বারবার টাকা চাইতে গেলে রহিম টাকা না দিয়ে শফিকুলকে নানাভাবে হয়রানি করতে থাকেন। গতকাল মঙ্গলবার সকালে নন্দীগ্রামের হাটে রহিমের সঙ্গে দেখা হলে শফিকুল টাকা ফেরত চান। এসময় রহিম প্রকাশ্যে তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন।
আরও পড়ুনএ বিষয়ে ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন কষ্ট করে টাকা জমিয়েছি। অথচ রহিম সেই টাকা ফেরত দিচ্ছে না, উল্টো আমাকে হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য থানায় লিখিত অভিযোগ করেছি। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন