ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

এনআইডি পাচ্ছেন দুই হাত না থাকা জসিম

এনআইডি পাচ্ছেন দুই হাত না থাকা জসিম

ফরিদপুরের নগরকান্দায় পা দিয়ে লিখে এইচএসসি পাস করা জসিম মাতুব্বরকে (২৬) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের উদ্যোগে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তার চোখের আইরিশের ছবি নেওয়া হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জসিম তার কার্যালয়ে আসেন। পরে তিনি (ইউএনও) তাকে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে যান। সেখানে জসিমের চোখের আইরিশের ছবি ও স্বাক্ষর সংগ্রহ করা হয়।

ইউএনও বলেন, এ কাজগুলো সম্পন্ন হওয়ার পর সঙ্গে প্রত্যয়নপত্র সংযুক্ত করে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনে কাগজপত্র পাঠানো হয়। খুব দ্রুততম সময়ের মধ্যেই জসিম জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে যাবেন।

জন্ম থেকে দুই হাত নেই, তবু হাল ছাড়েননি ফরিদপুরের নগরকান্দার জসিম মাতুব্বর। পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে বর্তমানে পড়ছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র না থাকায় পড়াশোনা ও সরকারি–বেসরকারি নানা সেবায় ভোগান্তি পোহাচ্ছিলেন তিনি।

গত ২০২৩ সাল থেকে তিনি জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য নির্বাচন অফিসে ধরনা দিয়ে আসছিলেন। কিন্তু কোনো কাজই হয়নি। নির্বাচন অফিস থেকে তাকে অনলাইনে আবেদন করতে বলা হয়। একাধিকবার আবেদন জমা দিলেও কোনো কাজ হয়নি। এ পর্যায়ে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন।

আরও পড়ুন

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে জসিমের সাহায্যে এগিয়ে আসেন নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউএনওর আগ্রহে জসিমকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার এ প্রক্রিয়া শুরু হয়।

জসিম মাতুব্বর বলেন, আমি আজ সত্যিই খুব আনন্দিত। জন্ম থেকে হাত না থাকার কারণে অনেক কষ্ট করেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু জাতীয় পরিচয়পত্র পাইনি। পড়াশোনা ও নানান কাজে আমি সমস্যায় পড়তাম। আজ ইউএনও স্যার আমার পাশে দাঁড়িয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : গোলাম পরওয়ার

বিশ্বনেতাদের প্রতিবাদের মুখেও গাজায় আরও ৮৫ জনকে হত্যা

ইসরায়েলে ভয়াবহ হামলায় আহত ২২

মেসির জোড়া গোলে বড় জয় ইন্টার মিয়ামির