ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৮ দুপুর

রাগাসার আঘাতে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু

রাগাসার আঘাতে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : এই বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১২৪ জন। এদিকে, বুধবার (২৪ সেপ্টেম্বর) হংকংয়ে রাগাসার প্রভাবে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ। 

বুধবার তাইওয়ানের দমকল বিভাগ জানায়, সুপার টাইফুন রাগাসার আঘাতে পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে পাহাড়ের একটি ব্যারিয়ার হ্রদের পানি উপচে একটি শহর প্লাবিত হয়। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। সোমবার থেকে তাইওয়ানে সুপার টাইফুন রাগাসা আঘাত হানে। তাইওয়ানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে হংকং এবং চীনের দক্ষিণ উপকূপের দিকে এগিয়ে যায়। এরইমধ্যে হংকংয়ের রাস্তাঘাট, সৈকত প্লাবিত হয়েছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জনগণকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়ায় রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সুপার টাইফুন রাগাসার প্রভাবে অচল হয়ে পড়েছে পুরো হংকং।

এরপর এই ঝড় চীনের গুয়াংডং প্রদেশকে লক্ষ্য করে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। দুপুরের মধ্যে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে গুয়াংডং প্রদেশের  শেনজেন, ঝুহাই এবং গুয়াংজুর কিছু নিচু উপকূলীয় অঞ্চলে সমুদ্রের পানি প্রবেশের উচ্চ ঝুঁকি থাকবে। চীনের জাতীয় সমুদ্র পরিবেশগত পূর্বাভাস কেন্দ্র সমুদ্রের ঢেউয়ের জন্য লাল সতর্কতা এবং ঝড়ের ঢেউয়ের জন্য লাল সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট প্রবল এই ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৩০ কিলোমিটার গতিতে সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ফিলিপাইনের উত্তরে কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপে আঘাত হানে। এরপর তা তাইওয়ান ও হংকংয়ের দিকে অগ্রসর হয়। খবর : রয়টার্স।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদক পরিষদ’র নতুন কমিটি গঠন

আরও ৯ জেলায় নতুন ডিসি

বগুড়ার গাবতলীর তোজাম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামি দুলুর জামিন নামঞ্জুর 

সৎ মানুষ তৈরি করতে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি

বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা : জয় হাতছাড়া বাংলাদেশের

বগুড়ার গাবতলীতে বিএনপির নির্বাচনি  প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত