ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ব্যাংককের রাস্তায় হঠাৎ ১৬০ ফুট গভীর গর্ত

ব্যাংককের রাস্তায় হঠাৎ ১৬০ ফুট গভীর গর্ত

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সামসেন রোডে হঠাৎ ভয়াবহ ধস নেমে সৃষ্টি হয়েছে ১৬০ ফুট গভীর ও প্রায় ১০০ ফুট প্রশস্ত একটি গর্ত। ঘটনাটি ঘটেছে ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে, স্থানীয় সময় সোয়া ৭টার দিকে ভাজিরা হাসপাতালের সামনে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঝুঁকিতে পড়েছে আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে সামসেন থানা ও হাসপাতাল। কর্তৃপক্ষ জানায়, ধসের ফলে থানার নিচে থাকা কিছু ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও আশপাশের মাটি নড়ছে। ফলে এলাকা ঘিরে রাখা হয়েছে এবং যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ভাজিরা ও সাংঘির রোডের মধ্যে।

হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং প্রায় ৩ হাজার ৫০০ রোগীকে নিরাপদ ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাসপাতালের মূল কাঠামো অক্ষত রয়েছে।

 

ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানান, গর্তটি তৈরি হয়েছে ভাজিরা হাসপাতালের রেলস্টেশনের ওপরের এলাকায়, যেখানে মাটি ধসে পাশের টানেলে পড়ে যায়। এতে আশপাশের অবকাঠামো ধসে পড়ে এবং পানির একটি বড় পাইপও ফেটে যায়। বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

 

ম্যাস র‌্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ গর্তটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। গর্তে দুটি বৈদ্যুতিক খুঁটি ও পুলিশের একটি গাড়ি পড়ে গেছে বলে জানায় মেট্রোপলিটন ইলেকট্রিসিটি অথরিটি (MEA)। এই এলাকায় আগে থেকেই নতুন রেললাইন নির্মাণ চলছিল, ফলে কিছু যান চলাচল বন্ধ ছিল।

থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, এই টানেল ও সড়ক সংস্কারে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং বিষয়টি মন্ত্রিসভার প্রথম বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

সবচেয়ে বড় আশঙ্কা এখন বৃষ্টি নিয়ে। যদি বৃষ্টি নামে, তবে গর্ত আরও বড় হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন: জাহিদ হোসেন

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: প্রসিকিউশন

রাজনৈতিক দলগুলো শিগগির ‘জুলাই সনদ’ সই করবে : প্রধান উপদেষ্টা

শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি: প্রকৃতি মিশ্র

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ১২ দিন

হাবিবুরসহ আটজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ