নিউইয়র্কের রাস্তায় আটকা পড়ে ট্রাম্পকে ফোন করলেন ম্যাক্র্যোঁ

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের গাড়িবহরের কারণে নিউইয়র্কের রাস্তায় আটকা পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাস্তা পার হতে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেও কাজ হয়নি। শেষে পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে নিজের ‘দুরবস্থার’ কথা জানান ম্যাক্রোঁ। খবর রয়টার্সের।
ঘটনাটি ঘটে স্থানীয় সোমবার রাতে। ফ্রান্সের প্রেসিডেন্ট জাতিসংঘে এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর। এ ঘটনার এক ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের পুলিশ সদস্যরা অন্যান্য সবার মতোই ফরাসি প্রেসিডেন্টকেও থামিয়ে দেন ব্যারিকেডের সামনে। বিব্রত এক পুলিশ কর্মকর্তা ম্যাক্রোঁকে বলেন, ‘স্যার, আমি দুঃখিত, পুরো এলাকা এখন বন্ধ করে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর আসছে।’এক পর্যায়ে ফরাসি প্রেসিডেন্ট সরাসরি ফোন করেন ট্রাম্পকে। বলেন, ‘ভাবুন তো, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, সবকিছু আপনার জন্য বন্ধ হয়ে গেছে।’
আরও পড়ুনফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ফোনালাপ ছিল উষ্ণ ও বন্ধুসুলভ। এ সময় দুই নেতার মধ্যে আন্তর্জাতিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয়। তবে রাস্তা খুললেও শেষ পর্যন্ত গাড়িতে নয়, আধ ঘণ্টা হেঁটে যেতে হয় ম্যাক্রোঁকে।
মন্তব্য করুন