ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশইন

চাঁপাইনাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশইন, ছবি: প্রতিকী।

মফস্বল ডেস্ক : চাঁপাইনাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাদের পুশইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি থেকে জানানো হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চামুচা ও চাঁনশিকারি বিওপি’র মধ্যবর্তী এলাকা দিয়ে ১৯ জনকে ভারতীয় সীমান্ত বাহিনীর বিএএএফ-এর ১১৯ ব্যাটালিয়ন কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা পুশইন করে। পরবর্তীতে চামুচা ও চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদের আটক করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০১৫-২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং তারা ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে বাংলাদেশে পুশ ইন করে।

আরও পড়ুন

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবির) অধীনস্থ চামুচা ও চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ১৯ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবি’র টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট এই সীমান্ত এলাকা দিয়ে আরও ১৩ জনকে পুশ ইন করেছিল বিএসএফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়ার গাবতলীতে দূর্বৃত্তের ছোঁড়া এসিডে আহত স্বামী-স্ত্রী

দিনাজপুরের চিরিরবন্দরে ফসল রক্ষায় আলোক ফাঁদ