হংকংয়ে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন ‘রাগাসা’

আন্তর্জাতিক ডেস্ক: এবার হংকংয়ে তাণ্ডব চালিয়েছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে টাইফুনটি শহরের কাছাকাছি আসার সাথে সাথে প্রবল বাতাস এবং বৃষ্টিপাত শুরু হয়। বড় বড় ঢেউ আছড়ে পড়ে উপকূলে। তবে আঘাত হানার আগেই নিরাপদ আশ্রয়ে সরানো হয় অঞ্চলটির হাজার হাজার বাসিন্দাকে।
এরই মধ্যে স্বায়ত্ত্সত অঞ্চলটির সব শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। বিমানবন্দরগুলোয় বৃহস্পতিবার পর্যন্ত বাতিল করা হয়েছে সব ফ্লাইট।
আরও পড়ুনএর আগে, ফিলিপাইনের উত্তরাঞ্চলে তাণ্ডব চালায় টাইফুন রাগাসা। হংকংয়ের পর টাইফুনটি আঘাত হানবে চীনের মূল ভূখণ্ডসহ ম্যাকাও ও তাইওয়ানে। এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ বাসিন্দাকে।
মন্তব্য করুন