বগুড়ায় মাদক করবারির পাঁচ বছরের কারাদণ্ড

কোর্ট রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে অভিযুক্ত মাদককারবারি তাজুল ইসলাম স্বপনকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের করাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সে বগুড়া সদর উপজেলার তেলিহারার আজমলের ছেলে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বগুড়ার স্পেশাল জজ মো. আয়েজ উদ্দিন এই মামলার রায় দেন।
উল্লেখ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সঙ্গীয় সদস্যদের নিয়ে ২০১০ সালের ১৪ আগস্ট দুপুরের দিকে কাহালু উপজেলার শিলকওর নামকস্থানে নওগাঁ থেকে বগুড়াগামী মোটরসাইকেলের গতিরোধ করে তাজুল ইসলাম স্বপনকে গ্রেফতার করে তার মোটরসাইকেলে রাখা প্লাস্টিকে পাইপের মধ্য থেকে তিন লিটার ফেন্সিডিল জব্দ করেন।
আরও পড়ুনএ ব্যাপারে কাহালু থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি এড. হারুন অর রশিদ এবং আসামি পক্ষে এড. শফিকুল ইসলাম।
মন্তব্য করুন