বগুড়ার ৭টি সংসদীয় আসনে ১২টি ভোট কেন্দ্র বাড়ানোর প্রস্তাব নির্বাচন কমিশনের

স্টাফ রিপোর্টার: বগুড়ার জেলার ৭টি সংসদীয় আসনের জন্য নতুন করে ১২টি ভোট কেন্দ্র বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ভোটারের সংখ্যা বেড়ে যাওয়ায় ভোট গ্রহণের সুবিধার্থে এসব কেন্দ্র বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বগুড়া জেলা নির্বাচন অফিস জানিয়েছে, অচিরেই এসব কেন্দ্র চূড়ান্ত করা হবে।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ জন, ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৯৬৯ টি, আর ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ছিল ৬ হাজার ২২৩টি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজার বেড়ে হয়েছে ২৯ লাখ ৪১ হাজার ৬৪৫ জন ভোটার। এবার ভোটর সংখ্যা বৃদ্ধির কারণে ভোট কেন্দ্রের সংখ্যা ১২টি বাড়িয়ে ৯৮১টি করার প্রস্তাব করা হয়েছে। তবে ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ৪৪৬টি কমিয়ে ৫ হাজার ৫৭৭টি করার প্রস্তাব করা হয়েছে । এরমধ্যে স্থায়ী ভোট গ্রহণ কক্ষ ৫ হাজার ২৯৮টি আর অস্থায়ী ভোট গ্রহণ কক্ষ ২৭৯টি করা হয়েছে। ইতোমধ্যে খসড়া ভোট কেন্দ্রের তালিকা ও ভোটগ্রহণ কক্ষের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সূত্র জানায়, ১২উপজেলার ১০৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা নিয়ে বগুড়া জেলার ৭ টি সংসদীয় নির্বাচনী আসন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ১৪ লাখ ৫ হাজার ৪৬৯ জন আর নারী ভোটারের সংখ্যা ছিল ১৪ লাখ ২৫ হাজার ১০৯ জন এবং হিজড়া ভোটার ছিল ২৬ জন। মৃত্যুজনিত ও অন্যান্য কারণে বাদ যাওয়ার পর বর্তমানে জেলায় হালনাগাদ ভোটার রয়েছে ২৯ লাখ ৪১ হাজার ৬৪৫ জন।
যেসব আসনে ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে সেগুলো হলো বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সোনাতলা উপজেলায় ১টি, বগুড়া-২(শিবগঞ্জ) আসনে ২টি, বগুড়া-৩(আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের আদমদীঘি উপজেলায় ১টি, বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে কোন কেন্দ্র বাড়ানো হয়নি, বগুড়া-৫(শেরপুর-ধুনট) আসনে ধুনট উপজেলায় ১টি, বগুড়া-৬(সদর) আসনে ৬টি এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে শাজাহানপুর উপজেলায় ১টি ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে।
আরও পড়ুনএদিকে জেলায় ভোটার ও ভোট কেন্দ্র বাড়লেও ভোটগ্রহণ কক্ষের সংখ্যা ৪৪৬টি কমানো হয়েছে । এরমধ্যে সারিয়াকান্দিতে ভোটগ্রহণ কক্ষ কমানো হয়েছে ২১টি, সোনাতলায় ৫২টি, শিবগঞ্জে ৯২টি, আদমদিঘীতে ২৪টি, দুপচাঁচিয়ায় ২৪টি, কাহালুতে ৬২টি, নন্দীগ্রামে ৪৮টি, শেরপুরে ৪৩টি, ধুনটে ৫৬টি, বগুড়া সদরে ১২৮টি, গাবতলীতে ৪৭টি ও শাজাহানপুর উপজেলায় ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে ৪৯টি। তবে বগুড়া জেলায় নতুন করে সীমানা পরিবর্তন না হওয়ায় আগের সীমানায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। টানানো হয়েছে নতুন খসড়া ভোট কেন্দ্রের তালিকা। প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের তালিকায় কোন আপত্তি থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে আবেদন দাখিল করতে বলা হয়েছে।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার ৭টি সংসদীয় আসনের খসড়া ভোট কেন্দ্র ও কক্ষের তালিকা সম্পন্ন করা হয়েছে। জেলায় সীমানা পরিবর্তন হয়নি। পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্যানেল কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন