ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা থানায় মামলা দায়ের

লালমনিরহাটে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা থানায় মামলা দায়ের

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একইসাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী। গতকাল সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে থানায় একটি মামলা দায়ের করা হয়।

আত্মহত্যাকারী দম্পতি হলেন ইউনিয়নের কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া(৩০) ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোবহানের মেয়ে ছকিনা বেগ (২৫)। ছকিনা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকালে শাশুড়ির সাথে ছকিনার ঝগড়া হয়। পরে অলি মিয়া বাড়ি ফিরে বিষয়টি শুনে মায়ের সাথে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করেন।

এতে ক্ষুব্ধ হয়ে তার মা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার চান। বিচারের বিষয়টি জানার পর অভিমানে সন্ধ্যায় অলি মিয়া ও স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে একসাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে দরজা ভেঙে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুননবী জানান, পারিবারিক কলহ ও চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিমানে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ছকিনার ভাই আজিজুল হক বাদি হয়ে ছকিনার শশুর হামিদ ও শাশুড়ি শরিফা বেগমকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ পলাতক ওই দুই আসামিকে আটকের চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : গোলাম পরওয়ার

বিশ্বনেতাদের প্রতিবাদের মুখেও গাজায় আরও ৮৫ জনকে হত্যা

ইসরায়েলে ভয়াবহ হামলায় আহত ২২

মেসির জোড়া গোলে বড় জয় ইন্টার মিয়ামির