বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন ২০২৫-এর সংশোধিত নির্বাচনী তফসিল
_original_1758639970.jpg)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল। এ সময়ের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল। এবার প্রায় ২৪ ঘণ্টা পর প্রকাশে এলো সেই তালিকা। একই সঙ্গে নির্বাচনী তফসিলেও সংশোধন এনেছে নির্বাচন কমিশন। যদিও সোমবার জরুরি বোর্ড মিটিং শেষেও কাউন্সিলরদের নাম জমা দেওয়ার বিষয়েও কিছু অস্পষ্টতা রেখেছিল বিসিবি।
আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মঙ্গলবার তিন সদস্যের নির্বাচন কমিশন ১৭১ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তবে গঠনতন্ত্র অনুয়ায়ী, নির্বাচন কমিশনের ১৭৭ জনের তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু যথাসময়ে বিসিবির কাছে ৬ প্রতিনিধি কাউন্সিলর ফর্ম জমা না দেওয়ায় তালিকায় তাদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি। গঠনতন্ত্রের ক্যাটাগরি-১ থেকে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, পাবনা জেলা ক্রীড়া সংস্থা এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির কেউই কাউন্সিলর ফর্ম জমা দেয়নি।
এর আগে, ৪ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটি দুদিন পিছিয়ে দেওয়া হয়। দু’বার সংশোধনের পর কাউন্সিলর মনোনয়নের সময়সীমা ২২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল।
তবে এ নিয়েও নানান জটিলতা সামনে নিয়ে এসেছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। ফলে, ২৩ সেপ্টেম্বর ফের বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন ২০২৫-এর সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে হালনাগাদ তফসিল অনুসারে, ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৭ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ করা হবে এবং ২৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। যাচাই-বাছাই এবং প্রাথমিক তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন৬ অক্টোবর রাজধানীর একটি বড় হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন সন্ধ্যা ৬টার ফলাফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাত ৯টার মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
মোট ২৫ জন বিসিবি বোর্ড পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সভাপতি পদের জন্য আগ্রহী ব্যক্তিকে প্রথমে বিসিবি পরিচালক নির্বাচিত হতে হবে। বিসিবি পরিচালকরা সভাপতি নির্বাচনের জন্য তাদের ভোট দেবেন।
মন্তব্য করুন