পূবালী ব্যাংক পিএলসি’র টঙ্গী শিল্প এলাকা উপশাখার শুভ উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি'র টঙ্গী শিল্প এলাকা উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টঙ্গী শিল্প এলাকা উপশাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের গাজীপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান । এ সময় সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আজিজুর রহমান বলেন, টঙ্গী শিল্প এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে হাজারো শ্রমিক, ব্যবসায়ী এবং উদ্যোক্তা প্রতিদিন কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। এই উপশাখার মাধ্যমে পূবালী ব্যাংক ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের আরো সহজে, দ্রুত এবং নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা দিতে পারবে। এই শাখা স্থানীয় শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে পূবালী ব্যাংক সবসময়ই অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। টঙ্গী শিল্প এলাকার এই উপশাখা উদ্বোধনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণ ব্যাংকিং সুবিধা নিতে আরও উৎসাহিত হবে। তিনি আরো বলেন, শিল্পাঞ্চলে আর্থিক সেবার প্রসার ঘটানো জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপশাখা শিল্প মালিক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধা প্রদান করবে যার ফলে আর্থিক অন্তর্ভুক্তি আরও সুদৃঢ় হবে। আমি বিশ্বাস করি, পূবালী ব্যাংক এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠবে।"
আরও পড়ুন
মন্তব্য করুন