ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ পৌরসভার আবাসিক একটি ভবনের ফ্ল্যাট থেকে মা এবং দুই শিশুকে মৃত উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে এই তিন মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মা শেখা আক্তার (২৯), ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং ছোট মেয়ে সাইফা আক্তার (২)।

মৃত শিখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহিন দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন।

জানা গেছে, প্রবাসী শাহীন আহমেদ বছর দুয়েক আগে শিখা আক্তারকে বিয়ে করেন। এটি ছিল তাদের দ্বিতীয় বিয়ে। এ ঘটনায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বন্ধ ফ্ল্যাট থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মা এবং দুই সন্তান। ঘটনাস্থলে অ্যালুমিনিয়াম ফসফাইড মিলেছে। যেহেতু ফ্ল্যাট ভেতর থেকে তালাবদ্ধ ছিল সেহেতু মা দুই শিশুসন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেছেন, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বাকিটা ময়নাতদন্তে জানা যাবে।

আরও পড়ুন

স্বামী শাহিন আহমেদের মামা আমান আনসারী (৪৮) বলেন, শাহিনের বাবা-মা নেই। বোনের বাড়ি হরিরামপুরে থেকেছেন। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর দ্বিতীয় স্ত্রীকে পাঁচ বছর আগে বিয়ে করেন শাহিন। এ ঘরে তার এক কন্যা সন্তান। দেশে থাকা অবস্থায় শাহিন ইজিবাইক চালাত, গেল এক মাস ধরে সে মালয়েশিয়া। যাওয়ার আগে তিনি তার স্ত্রী, সন্তানদের ভাড়া বাসায় তোলেন। এ বাসায় শিখার আগের ঘরের ৯ বছর বয়সী ছেলেও থাকত।

পাশের ইউনিটের ভাড়াটিয়া আলমগীর হোসেন (৩৫) বলেন, মাস দেড়েক হয় তারা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। একবারই তার স্বামীকে দেখেছিলাম। পরে শিখা এবং তার ছেলে-মেয়ে এ বাসায় থাকেন। তাদের বাসার বাইরে কখনো দেখা যায়নি। বিদ্যুৎ বিলের টাকা চাওয়ার জন্য আজ তার দরজায় নক করলে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। কয়েক দফায় চেষ্টা করার পরেও কোন সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে বিষয়টি অবগত করি। পরে ৯৯৯ নম্বরে  ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পাশের একটি ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে। ব্যর্থ হয়ে দরজা ভেঙে প্রবেশ করলে খাটের উপর মা এবং মেঝেতে দুই শিশুর মরদেহ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত

দেশের সকল পূজামন্ডপের পাহারাদার হয়ে কাজ করবে জামায়াত- অধ্যক্ষ শাহাবুদ্দিন