ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ বিক্রেতার জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ বিক্রেতার জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ করে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দাফাদার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানি ইউনিবোর নামের বরিক এসিড (বোরন-১৭ শতাংশ) সার বাজারজাত করছে। এই সারে যে পরিমাণ বোরন থাকার কথা সেই পরিমাণ বোরন নেই। এই সার কিনে কৃষকেরা প্রতারিত হচ্ছেন। দাফাদার মোড় এলাকার রফিকুল ইসলাম নয়ন তার ব্যবসা প্রতিষ্ঠানে এই সার বিক্রি করছেন।

ভ্রাম্যমাণ আদালত তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম ওজনের ২৫৭ প্যাকেট বোরন সার জব্দ করে। পরে সেগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। ভেজাল সার বিক্রি করার অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, কৃষি সম্প্রসারণ অফিসার সারোয়ার তৌহিদ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার রায়হান নবী ও উপ-সহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলমসহ থানা পুলিশের একটি টিম।

আরও পড়ুন

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানি ইউনিবোর নামের সারের প্যাকেট যে পরিমাণ বোরন থাকার কথা ছিল সেই পরিমাণ বোরন সারে পাওয়া যায়নি। এটি ভোজাল সার। এই সার কিনে কৃষকরা প্রতারিত হচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, সার ব্যবস্থাপনা আইনে ভেজাল বোরন সার বিক্রি করার অপরাধে দাফাদার মোড় এলাকার এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষির উন্নয়নে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন

‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ১