দিনাজপুরের বোচাগঞ্জে দুই সন্তানের জননীর আত্মহত্যা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার রনগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামে মো. আশরাফুল হকের স্ত্রী দুই সন্তানের জননী মোছা. সেগম (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন। তার পরিবারের সদস্যরা মোছা. সেগমকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার জানান, এব্যাপারে একটি ইউডি মামলা এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন