ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আইনজীবী হওয়ার জন্য ক্রিকেট ছাড়লেন জাতীয় দলের পেসার

আইনজীবী হওয়ার জন্য ক্রিকেট ছাড়লেন জাতীয় দলের পেসার

ভক্ত-সমর্থকদের অবাক করে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ফ্রেয়া ডেভিস। পেশাদার ক্রিকেট ছেড়ে এবার তিনি ক্যারিয়ার গড়বেন আইন পেশায়।

ডানহাতি পেসার ডেভিস ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৬টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন। এছাড়া দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ওয়েলশ ফায়ার দলে ছিলেন তিনি।

ইংল্যান্ডের মহিলা দলের পেসার ফ্রেয়ার অবসরের কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। একটি বিবৃতিতে তারা লিখেছে, “ফ্রেয়া ডেভিসকে অনেক শুভেচ্ছা। ইংল্যান্ডের হয়ে ৩৫টি ম্যাচ খেলা ফ্রেয়া আইনজীবী হওয়ার জন্য ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ওকে ওর ভবিষ্যৎ জীবনের শুভেচ্ছা।”

তার জন্মভূমি সাসেক্স এক বিবৃতিতে ডেভিসের অবসরের খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, “ফ্রেয়া ডেভিস ২৯ বছর বয়সে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১০ সালে মাত্র ১৪ বছর বয়সে মিডলসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সাসেক্সের হয়ে অভিষেক হয় তার। দুই বছর পর ওয়ানডে ফরম্যাটেও অভিষেক করেন তিনি। ২০১৩ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতা সাসেক্স দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ফ্রেয়া। মোট ৮৬ বার সাসেক্সের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি।”

আরও পড়ুন

২০১৯ সালে ইংল্যান্ডের মহিলাদের ক্রিকেট সুপার লিগে সবচেয়ে বেশি ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। সেই বছরই মার্চ মাসে ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পান তিনি। 

২০১৯ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডেভিসের। ওই সিরিজসহ তিনি মোট ৯টি ওয়ানডে খেলেছেন এবং ১০ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৬ ম্যাচে ২৩ উইকেট সংগ্রহ করেছেন তিনি। সর্বশেষ ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন ২০২৩ সালের জুলাইয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী অ্যাশেজ সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : গোলাম পরওয়ার

বিশ্বনেতাদের প্রতিবাদের মুখেও গাজায় আরও ৮৫ জনকে হত্যা

ইসরায়েলে ভয়াবহ হামলায় আহত ২২