ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ব্যাচেলর পয়েন্টে আর দেখা যাবে না শিমুলকে!

শিমুল শর্মা।

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে নিজেক এই নির্মাতা নিয়ে গিয়েছে এক অনন্য জায়গায়।

জনপ্রিয় এই ধারাবাহিকটিতে শিমুল চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন নির্মাতা অমির সহকারী শিমুল শর্মা। অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। 

সিজন পাঁচের বেশ কয়েকটি পর্বে দেখা গিয়েছে তাকে। তবে নতুন  খবর হলো ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেতা শিমুল শর্মাকে। এমনটাই জানা গেল আলোচিত ধারাবাহিকের ইউনিট সংশ্লিষ্ট সূত্র থেকে। 

আরও পড়ুন

তবে শিমুল কেন থাকছেন না ব্যাচেলর পয়েন্টে- সেটা জানা যায়নি। এ বিষয়ে শিমুলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। তবে এই ধারাবাহিকের একজন শিল্পী নিশ্চিত করেছেন শিমুল থাকছেন না। তবে সেটা একেবারে স্থায়ী নাকি সাময়িক তা তিনি নিশ্চিত করেননি।

এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন,  ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে নিজেক এই নির্মাতা নিয়ে গিয়েছে এক অনন্য জায়গায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : গোলাম পরওয়ার

বিশ্বনেতাদের প্রতিবাদের মুখেও গাজায় আরও ৮৫ জনকে হত্যা

ইসরায়েলে ভয়াবহ হামলায় আহত ২২

মেসির জোড়া গোলে বড় জয় ইন্টার মিয়ামির