রংপুরে সাংবাদিক অপহরণ ও হেনস্তার মামলায় গ্রেফতার ১

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে হেনস্থার মামলায় রতন মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। তাকে গত সোমবার রাতে নগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রতন নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগি সুত্রে জানা যায়, রোববার নগরীর কাচারীবাজার এলাকা থেকে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদ এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে কথিত জুলাই যোদ্ধার পরিচয়ে একদল যুবক ধরে নিয়ে গিয়ে সিটি করপোরেশনের ভেতরে মব সৃষ্টি করে মারধর ও হেনস্তা করে। এ সময় তার পরিবেশিত সংবাদ ভুল হয়েছে মর্মে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য তার রুমের কাছে নিয়ে আটকে রাখে। এ খবর পেয়ে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করার করে।
আরও পড়ুনরংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন