এমন পারফরম্যান্সের কারণে সবাই হতাশ : নান্নু

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের শুরুতে হংকংয়ের বিপক্ষে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেটের হার টাইগারদের সুপার ফোরে ওঠার রাস্তাটা বেশ কঠিন করে তুলেছে। সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, বাংলাদেশ এভাবে হারবে বলে ধারণা ছিল না।
মাস দু’য়েক আগে শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ দল। এর আগে সিরিজ জিতেছে পাকিস্তানের সঙ্গে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে খেলা নেদারল্যান্ডস সিরিজেও লিটনরা শেষ হাসি হাসেন। ফলে সবার ভাবনায় ছিল ভিন্ন কিছু। ওই অবস্থায় লঙ্কানদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ মানতে পারছেন না নান্নু। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টেকনিক্যাল কমিটির দায়িত্ব পেয়ে তিনিও বর্তমানে আরব আমিরাতে আছেন।
বাংলাদেশের ম্যাচ মাঠে বসে দেখেছেন নান্নু। ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে সাবেক এই নির্বাচক জানান, ‘এমন পারফরম্যান্সের কারণে সবাই হতাশ। ব্যাটিং-বোলিং সবদিক দিয়েই আমরা আজকে হতাশাজনক পারফর্ম করেছি। আমার মনে হয় এত বাজেভাবে আমরা হারব এটা কখনও চিন্তায় আসেনি। এখান থেকে উত্তরণ খুবই কঠিন হয়ে গেছে। আফগানিস্তানের সঙ্গে ভালো রানরেট নিয়ে এগোতে হবে। শ্রীলঙ্কার সঙ্গে আজকের ম্যাচটা যথেষ্ট হতাশাজনক। আমরা সব বিভাগেই ব্যর্থ হয়েছি।’
আরও পড়ুনটপ অর্ডারদের ব্যর্থতা ও পাওয়ার প্লেতে বিপর্যস্ত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও হতাশ নান্নু, ‘ব্যাটিং পাওয়ার প্লেতে ম্যাচ আমাদের হাত থেকে বাইরে চলে গেছে। আমরা শুরুতে উইকেট দিয়ে এসেছি। আবার ১৪০ রান বোর্ডে আসার পরও আমরা যেভাবে বোলিংটা করেছি এটা হতাশাজনক। এটা আশা করা যায় না।’
মন্তব্য করুন