ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয়কে আবশ্যিকীকরণের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয়কে আবশ্যিকীকরণের দাবিতে দিনাজপুরে স্মারকলিপি, ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি : মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয়কে সকল শাখা ও বিভাগে আবশ্যিকীকরণের দাবিতে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম আজ বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা বরাবর এবং দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ থাকে যে, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে ভর্তি নীতিমালায় “ইসলাম শিক্ষা” বিষয়টি এবারও এচ্ছিক (৪র্থ) বিষয় হিসেবে রাখা হয়েছে। যা বিগত পতিত সেক্যুলার ফ্যাসিস্টদেরই পুনরাবৃত্তি, ইহা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি। ইসলাম প্রিয় দেশবাসির প্রাণের দাবি উচ্চমাধ্যমিকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা ও বিভাগে "ইসলাম শিক্ষা” বিষয়টি আবশ্যিক হিসেবে অধ্যয়নের ব্যবস্থা করবেন অথবা, এবার কমপক্ষে ২০১২ সালের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবেন। অর্থাৎ মানবিকে নৈর্বাচনিক এবং বিজ্ঞান ও অন্যান্য শাখায় মুক্ত এচ্ছিক বিষয় হিসেবে রাখবেন।

আন্তঃ শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় অবিলম্বে পরিবর্তন আনার ব্যবস্থা করবেন। এটা এই শিক্ষাবর্ষ থেকেই হতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। এর অন্যথা হলে দেশের মানুষ তা মানবে না।

আরও পড়ুন

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ইসলামিক স্টাডিজ ফোরাম রংপুর-দিনাজপুর অঞ্চল সমন্বয়ক অধ্যাপক আতাউর রহমান, পঞ্চগড় জেলা সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহ সেক্রেটারি মো: ইকবাল হোসেন, দিনাজপুর জেলা সভাপতি এ.এল.এম ইকবাল হোসাইন, সদস্য সচিব ফজলুল করিম, ঠাকুরগাঁও জেলা সভাপতি এ.এস.এম মোজাম্মেল হক চৌধুরী, সংগঠনের সদস্য ড. আব্দুল কাদের রহমানি, ড. লোকমান হাকিম, কায়সার আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত