দিনাজপুরের কাহারোলে এনজিও অফিসে চুরি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে এনজিও’র অফিসের দু’টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। কাহারোল উপজেলা সদর থেকে বলেয়াহাট যাওয়ার রাস্তা সংলগ্ন ব্যুরো বাংলাদেশ এনজিও অফিসে ঘটনাটি ঘটে। ব্যুরো বাংলাদেশ এনজিও’র শাখা ব্যবস্থাপক মো. শাহাবুল মিয়া জানান, প্রতিদিনের মতো গত রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যাওয়ার পর গতকাল সোমবার ভোরে বিষয়টি টের পায় স্টাফরা।
এসময় তারা দেখতে পায়, পার্কিং রুমে রাখা ৫টি মোটরসাইকেলের মধ্যে ৪টি মোটরসাইকেলই নেই। পরে ৪টি মোটরসাইকেলের মধ্যে একটি অফিসের উত্তর পার্শ্বে খোলা জায়গায় দেখতে পান তারা। এছাড়া উপজেলা সদরের দশমাইল আমতলা মোড়ে বাজারের নাইট গার্ডদের ধাওয়ায় আরও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চোরের দল। তিনি আরও বলেন, অফিসে চুরি যাওয়া বাকি দু’টি মোটরসাইকেল চোরেরা নিয়ে যায়।
আরও পড়ুনএদিকে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল জানান, এনজিও ব্যুরো বাংলাদেশ অফিস পরিদর্শন করেছি এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবার্ত্মক অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে এনজিও’র পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া গেলে তা মামলা হিসেবে রেকর্ড করা হবে।
মন্তব্য করুন