ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গ্রেফতারকৃতরা হলেন—রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়ার সিরাজুল হকের স্ত্রী মাহমুদা খাতুন (৫৯) ও একই এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী সাজেদা বেগম সাজু (১৯)।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর রাতে রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে মাহমুদা ও সাজেদাকে হাতেনাতে আটক করা হয়। তবে আরও তিনজন—সাদ্দাম হোসেন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিন পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় পান দোকনীর কান কেটে দিলো মাদকাসক্ত যুবক

বগুড়ার দুপচাঁচিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বগুড়া জেলা শ্রমিকলীগের সভাপতি সালাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পিয়াস গ্রেফতার

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

সাইয়্যেদুল মুরসালিন (সা.) এর জীবনাচরণ