সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা টাস্ক ফোর্সের উদ্যোগে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে যমুনা নদীর উমারপুর ইউনিয়নের হাটাইল, হাপানিয়া, দত্তকান্দিসহ কয়েকটি চরে অভিযান পরিচালনা করে ১শ’ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে প্রায় ৪ লাখ মূল্যের ১০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।
আরও পড়ুনউপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভির হাসান মজুমদার বলেন, মৎস্য আইন বাস্তবায়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে, জনস্বার্থে ও জীববৈচিত্র রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে ৷
মন্তব্য করুন