ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে ৮০ রানে আউট করে রেকর্ড জয় জিম্বাবুয়ের

শ্রীলঙ্কাকে ৮০ রানে আউট করে রেকর্ড জয় জিম্বাবুয়ের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : হারারেতে শনিবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে মাত্র ৮০ রানে অলআউট করে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। ৮১ রানের সহজ লক্ষ্য তাড়া করে সিকান্দার রাজার দল জিতেছে ৩৪ বল ও ৫ উইকেট হাতে রেখে। এর মাধ্যমে একাধিক রেকর্ড গড়ল রোডেশিয়ানরা।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে কলম্বোতে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে প্রথম জয় পেয়েছিল তারা। এবারের জয়ে ব্যবধান আরও বড় হলো বলের হিসেবে মুখোমুখি লড়াইয়ে দ্বিতীয় সর্বোচ্চ ও উইকেটের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় তুলে নিল স্বাগতিকরা। ব্যাট হাতে শ্রীলঙ্কার ব্যর্থতার চিত্র ছিল স্পষ্ট। কুশল মেন্ডিস দ্রুত আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কে যেতে পারেন, সর্বোচ্চ ২০ রান করেন কামিল মিশারা। অধিনায়ক চারিথ আসালাঙ্কা করেন ১৮ রান। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্র্যাড ইভান্স ৩ উইকেট নেন ১৫ রানে, আর অধিনায়ক সিকান্দার রাজা সমান ৩ উইকেট নেন মাত্র ১১ রান দিয়ে। ব্লেসিং মুজারাবানি নেন ২ উইকেট।

আরও পড়ুন

তবে রান তাড়ায় শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। দুশমন্থ চামিরার আগুনে বোলিংয়ে ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। কিন্তু রায়ান বার্ল (অপরাজিত ২০) ও তাশিঙ্গা মুসেকিওয়া (১৪ বলে ২১) দলকে জয় এনে দেন। চামিরা ৪ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট নিলেও শ্রীলঙ্কার অল্প রানের সংগ্রহ ম্যাচে ফেরার সুযোগ দেয়নি। এই হারে টুর্নামেন্টে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে সিরিজ শেষে সরাসরি এশিয়া কাপে যাবে লঙ্কানরা। তবে এই ধারাবাহিক ব্যর্থতা অব্যাহত থাকলে এশিয়া কাপে শ্রীলঙ্কার জন্য তা অশনি সংকেতই হয়ে দাঁড়াবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৭ দেশ

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০

আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয় আমি রাজি: কাদের সিদ্দিকী

প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হামলা