ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বিসিবিতে যুক্ত হচ্ছেন সাইমন টোফেল

বিসিবিতে যুক্ত হচ্ছেন সাইমন টোফেল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আইসিসি’র কয়েকবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেলকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার বিসিবিতে যুক্ত হচ্ছেন। চলতি মাসের প্রথমদিন এমনটাই জানিয়েছিল বিসিবি।

যদিও শুরুর দিকে শোনা গিয়েছিল তিন বছরের চুক্তিতে থাকবেন টোফেল। তবে সেদিন বিসিবি’র বোর্ড সভায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই বছর দেশের আম্পায়ারসহ বাকি অফিসিয়ালদের নিয়ে কাজ করবেন প্রথিতযশা এই আম্পায়ার। সেই দায়িত্ব বুঝে নিতে আগামী ১৩ সেপ্টেম্বরে ঢাকায় পা রাখবেন সাইমন। ঢাকায় পৌঁছানোর পরদিন বিসিবি’র সঙ্গে প্রাথমিক আলোচনা সারবেন তিনি। এরপর কতজন সহকারী নিয়ে কাজ করবেন কিংবা কবে নাগাদ পুরোদমে কাজ শুরু হবে, তখনই সব জানা যাবে। এদিকে অস্ট্রেলিয়ান এই আম্পায়ার রেকর্ড টানা পাঁচবার (২০০৪-২০০৮ পর্যন্ত) আইসিসি’র বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছিলেন। 

আরও পড়ুন

১৯৯৯ সালে সাইমন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন এবং ২০০০ সালে টেস্টেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে যান। দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসি’র এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন সাবেক এই অজি ক্রিকেটার। এর পরের প্রায় এক দশক তিনি ছিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের একজন। ২০০৩-২০১২ সাল পর্যন্ত আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন সাইমন টোফেল। আইসিসি’র মেগা ইভেন্টের বড় সব ম্যাচ ও অ্যাশেজ সিরিজের মতো রোমাঞ্চকর লড়াইয়ে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।  সবমিলিয়ে ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সাইমন টোফেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

সাইয়্যেদুল মুরসালিন (সা.) এর জীবনাচরণ

জয়পুরহাটের কালাই শিয়ালের কামড়ে একই গ্রামের আহত ১০

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা গ্রেফতার ৩

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারসহ দুইজন খুন

ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ