ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ায় ওহেদ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

বগুড়ায় ওহেদ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়া সদরের বানদীঘির ওহেদ আলী (৪৫) হত্যা মামলার রায়ে অভিযুক্ত আসামি মো. মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে বগুড়ার বানদীঘির আব্দুল জলিলের ছেলে।

এই মামলার অপর ১৭ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়। আজ সোমবার (২০ জানুয়ারি) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফেতাখার আহমেদ এই মামলার রায় দেন। উল্লেখ্য, বগুড়া সদরের বানদীঘির বাবলু শাহ বিগত ২০১৬ সালের ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে শহরে বিআরটিসি মার্কেটের যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাড়ির অদূরে চাতালের মোড়ে পৌঁছালে আসামিরা পূর্বশক্রতার জের ধরে পথরোধ করে।

এসময় তার চিৎকারে স্ত্রী মর্জিনা বেগম এবং ভাই ওহেদ আলী তাকে রক্ষা করতে আসলে আসামিরা তাদেরকে মারপিট করে। এসময় সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুম ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওহেদ আলীকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিবাগত রাত ২টার দিকে মারা যান। এ ব্যাপারে তার ভাবি মর্জিনা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড