ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সোনাতলায় আমন ফসলে পোকা দমনে পার্চিং পদ্ধতির ব্যবহার বেড়েছে

বগুড়ার সোনাতলায় আমন ফসলে পোকা দমনে পার্চিং পদ্ধতির ব্যবহার বেড়েছে, ছবি সংগৃহীত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আমন ফসলে পোকা দমনে পার্চিং পদ্ধতির ব্যবহার বেড়েছে। 
আজ বৃহস্পতিবার সোনাতলা উপজেলার দিগদাইড়, জোড়গাছা, বালুয়াহাট, কর্পূর, আড়িয়ারঘাট, মধুপুর, তেকানীচুকাইনগর, কাচারী বাজার, চরপাড়া, ভেলুরপাড়া, হাটকরমজা, সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন, মহিচরণ এলাকায় গিয়ে কৃষকদেরকে আমন ধানের জমিতে পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহার করতে দেখা গেছে।

এ বিষয়ে সোনাতলা পৌর এলাকার কামারপাড়া গ্রামের গোলাম সোবহানী বুলবুল বলেন, এবার তিনি প্রায় ৩৫ বিঘা জমিতে আমনের ধান রোপন করেছেন। সেই জমিগুলো পোকা মাকড়ের হাত থেকে রক্ষার জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন। এতে করে ধানের জমি পোকার হাত থেকে রক্ষা করা সম্ভব। সরলিয়া গ্রামের সাইদুর রহমান বলেন, আমন ধানের ফসলে কীটনাশনের ব্যবহারের ফলে অনেক সময় জমির ধানের উৎপাদন কম হয়। অপরদিকে সংশ্লিষ্ট উপজেলার কৃষক এই পদ্ধতির মাধ্যমে পোকা মাকড় দমনে সফল হয়েছে।

আরও পড়ুন

এসময় সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম সোহরাব হোসেন, পাচিং পোকামাড় দমনে একটি কার্যকর প্রযুক্তি। ধানের জমিতে গাছের ডাল বা খুঁটি পুঁতে দিয়ে পাখি বসার ব্যবস্থা করা যাতে পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করতে পারে। এছাড়াও বালাইনাশকের অতিরিক্ত ব্যবহার যাতে না হয় এবং উৎপাদন খরচ কমাতে পাচিং অত্যন্ত কার্যকরি প্রযুক্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম

বিমানবন্দরে আটকে দেওয়া হলো কাদের ও লতিফ সিদ্দিকীর ভাইকে

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

নারী ক্রিকেটে কাউন্সিলরশিপ দাবি

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

ইউরোপকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে: ট্রাম্প