ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর রাণীনগরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নওগাঁর রাণীনগরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ছবি সংগৃহীত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ বাজার থেকে শৈলগাছী পর্যন্ত ৫কিলোমিটার সড়কের ৩কিলোমিটার কাঁচা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এই মানববন্ধন করেন।

এদিন সকালে উপজেলার মিরাট ইউনিয়নবাসীর আয়োজনে এবং উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকারের সার্বিক সহযোগিতায় জামালগঞ্জ-শৈলগাছী সড়কের বিল মুনসুর নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন, মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম আজাদ, মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন, নাট্য ও সাংস্কৃতিক কর্মী টিপু সুলতানসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আরও পড়ুন

রাণীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, ইতিমধ্যে পাকা দুই কিলোমিটার সড়ক সংস্কারের জন্য টেন্ডার দেয়া হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু হবে। এছাড়া অবশিষ্ট কাঁচা তিন কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। আশা করছি সকল প্রক্রিয়া শেষে দ্রুত কাঁচা অংশ সংস্কারের কাজ শুরু হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম

বিমানবন্দরে আটকে দেওয়া হলো কাদের ও লতিফ সিদ্দিকীর ভাইকে

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

নারী ক্রিকেটে কাউন্সিলরশিপ দাবি

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

ইউরোপকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে: ট্রাম্প