ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে ব্রিজে ভাঙন চলাচলে চরম ভোগান্তি 

লালমনিরহাটে ব্রিজে ভাঙন চলাচলে চরম ভোগান্তি , ছবি সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে ব্রিজের বিভিন্ন স্থানে বড় গর্ত আর ভাঙনে চলাচলে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী এলাকায় প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয় এই ব্রিজটি। প্রায় ৮ বছর আগে ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়লেও কয়েক হাজার মানুষকে ঝুঁকি নিয়ে চলাচলা করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির অবস্থা খুবই নাজুক। যেকোনো মুহুর্তে এটি ধসে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। আর এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে শুধু বৈরাতী নয়, উত্তর-দক্ষিণ ঘনেশ্যাম, হাজিরহাট, আমিনগঞ্জসহ প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, লালমনিরহাট টেক্সটাইল, কালীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, করিম উদ্দিন একাডেমি, বৈরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করিমপুর নেছাবিয়া দাখিল মাদ্রাসাসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র ভরসা ব্রিজটি।

এ ছাড়া কৃষকের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়ি নিয়ে আসতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। ঘটেছে একাধিক দুর্ঘটনা।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা রনি মিয়া বলেন, প্রায় অনেক বছর ধরে ব্রিজটি ভাঙন দেখা দিয়েছে। এই ব্রিজের ওপর দিয়ে বড় কোনো যানবাহন চলাচল করতে হলে এর ওপর কাঠ বসিয়ে দিতে হয়। এখানকার মানুষ খুব ঝুঁকি নিয়ে চলাচল করছে। গ্রামের সকলের উপজেলা প্রশাসন এবং বর্তমান সরকারের কাছে আকুল আবেদন সেতুটি যেন দ্রুত সংস্কার করা হয়।

এবিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, ব্রিজটির ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবনম ফারিয়ার পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম

বিমানবন্দরে আটকে দেওয়া হলো কাদের ও লতিফ সিদ্দিকীর ভাইকে

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

নারী ক্রিকেটে কাউন্সিলরশিপ দাবি

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

ইউরোপকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে: ট্রাম্প