নেত্রকোনায় বাস চাপায় নারীর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাস চাপায় বৃষ্টি আক্তার (৩৫) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার পশ্চিমপাড়া গ্রামের রুবেলের স্ত্রী ও আব্দুর রাজ্জাকের মেয়ে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌরাস্তা ফায়ার সার্ভিসের সামনে শ্যামগঞ্জ বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা থানাধীন চৌরাস্থা ইলাশপুর নামক এলাকায় এক নারী সকালে সড়ক পার হচ্ছিলেন। তিনি রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী মহারাজ নামের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পূর্বধলা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আরও পড়ুনপূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর বাড়ি পশ্চিমপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারলেও বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন