ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বসতঘরে ডাকাতি করতে গিয়ে নারীকে কুপিয়ে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

বসতঘরে ডাকাতি করতে গিয়ে নারীকে কুপিয়ে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

ভোলার লালমোহনে বসতঘর ডাকাতি করতে গিয়ে আকিমজান নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত আরও দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙ্গুটিয়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আকিমজান ওই বাড়ির তোফাজ্জল হোসেনের স্ত্রী।

আরও পড়ুন

পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে রফিকুল ইসলামের বসতঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একদল দুর্ধর্ষ ডাকাত। স্বজনদের ধারণা, ডাকাতরা ঘরে ঢুকে তানিয়া বেগম ও তোফাজ্জল হোসেনকে অজ্ঞান করে ডাকাতি করে। এসময় আকিমজান ঘটনা আঁচ করতে পারলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে স্বজনরা দেখেন, রফিকুল ইসলামের ঘরের দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে। পরে স্বজনরা ঘরে ঢুকে তানিয়া বেগম ও তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকিমজানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা